সকল মেনু

৮ উইকেটে ভারতের জয়

ঢাকা, ২৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী।

১৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভিরাট কোহলি ৫৭ রানে অপরাজিত থাকেন। ৫৬ রান করে আউট হন রোহিত শর্মা।

এ জয়ের ফলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। অন্যদিকে সেমিফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের ১৩৮ রানের ইনিংসে আনামুল হক সর্বোচ্চ ৪৪ রান করেন। মাহমুদুল্লা করেন ৩১। এ ছাড়া মুশফিক করেন ২৪ রান।

ভারতের পক্ষে অমিত মিশ্র ৩টি উইকেট নেন।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এর আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল। ওই ম্যাচে এক প্রকার প্রতিরোধহীন হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। ৩০ মার্চ পাকিস্তানের বিপক্ষে এবং ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মুশফিকরা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা ও আল-আমিন হোসেন।

ভারত দল : রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, ভিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি, অশ্বিন, জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top