সকল মেনু

হাইমচরে কালবৈশাখীতে স্কুল ঘর উড়ে গেছে

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: কালবৈশাখী ঝড়ে হাইমচর উপজেলার মধ্যচরের চরকোড়ালিয়ায় অবস্থিত হাইমচর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উড়ে গেছে। বিদ্যালয়ের পাঠদান সহ নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্র্রান শিক্ষক ফারুকুল ইসলাম। তিনি জানান গত ২৫মার্চ রাতে আকস্মিক কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়ের একমাত্র ভবনটি উড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের  নিয়ে আমরা বিপাকে আছি, বিদ্যালয় ভবন পুনঃ নির্মানে সকলের সহযোগিতার জন্য অনুরোধ করছি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ্যাডভোকেট ফজলুল হক সরকার জানান, মধ্যচরের সুবিধা ও শিক্ষা বঞ্চিতদের জন্য ওই বিদ্যালয় স্থাপন করা হয়েছে। স্থানীয় মানুষ জনের সমন্বয়ে পরিচালিত বিদ্যালয়টি জরুরি ভিত্তিতে পুর্ননির্মানে প্রশাসন ও দানশীলদের সহায়তা প্রয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top