সকল মেনু

এই নির্বাচন দলীয়ভাবে হয় না- প্রধানমন্ত্রী

 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলগতভাবে স্থানীয় নির্বাচন করার পক্ষে মত দিলেন। তিনি চান জাতীয় নির্বাচনের মতো উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনও রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত হোক।

বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এ মত প্রকাশ করেন।

উপজেলা নির্বাচনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই নির্বাচন দলীয়ভাবে হয় না। দল থেকে হলে প্রার্থী মনোনয়ন দেয়া যেত। একটা নিয়ন্ত্রণ থাকত। এখন কোনো নিয়ন্ত্রণ নেই। আগামীতে এই নির্বাচনগুলো দলীয়ভাবে হওয়া উচিৎ।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা মিথ্যাচার করছে তারাই প্রথম রাষ্ট্রপতি নিয়ে নতুন ফর্মুলা দিচ্ছে। তারা (বিএনপি) এখন ফর্মুলা পাল্টেছে, এতদিন বলেছেন জিয়া স্বাধীনতার ঘোষক, এখন বলছেন প্রথম রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।’

তিনি আরো বলেন, ‘পঁচাত্তরে পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানালো, মান্নান খানকে মন্ত্রী বানালো, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে কীভাবে তিনি এদের জন্য এসব করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘টিআইএসহ বিদেশি বিভিন্ন সংস্থা, দেশি-বিদেশি পত্রপত্রিকা সব জায়গাতেই আছে ২৬ মার্চকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’

উল্লেখ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধন সম্পর্কে মত দিয়েছিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের পক্ষে কথা বলেছিলেন। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও এ বিষয়টি সমর্থন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top