সকল মেনু

কয়লাভিত্তিক বিদ্যুতের দিকে যাচ্ছে সরকার

ঢাকা, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুতের দিকে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে দেশের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির তৃতীয় জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ খাত সম্প্রসারণে প্রকৌশলীদের দেশে অথবা বিদেশে প্রশিক্ষণ নিতে হবে। তাই এখন থেকে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এই খাতে সরকারি ও বেসরকারিভাবে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার  বিনিয়োগ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিডিবির চেয়ারম্যান মো. আব্দুহু রুহুল্লাহ। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের এ কে এম হামিদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top