সকল মেনু

মির্জা আলমগীর আদালতে

ঢাকা, ২৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক ৩ মামলায় জামিনের আবেদনের ওপর শুনানির জন্য তাকে আদালতে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হোজির করা হয়। ঢাকা মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মির্জা আলমগীরের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচনের সময় সংহিসতা কর্মকা-সহ হত্যার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি।

এর আগে এসব মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর হাইকোর্ট থেকে আগাম জামিন পান। কিন্তু এ জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top