সকল মেনু

ফখরুল-আব্বাস-সালামের জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক: রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলাসহ ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আব্দুস সালামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন  শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন তিনি। এরআগে আসামিদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ গত ১৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। তার আগে গত ১৬ মার্চ রমনা থানার পৃথক তিন মামলায় সিএমএম আদালত তাদের কারাগারে পাঠান। বর্তমানে তারা কাশিমপুর কারাগারে রয়েছেন। এর মধ্যে রমনা থানার ৭(১)১৪ নম্বর মামলার আসামি মির্জা ফখরুল। রমনা থানার ৪২(৯)১৩ মামলার আসামি আব্দুস সালাম এবং ওই দু’টি মামলাসহ অপর একটি মামলার আসামি মির্জা আব্বাস। তিনটিই হত্যা মামলা। গত ৩ জানুয়ারি রমনা থানার পরিবাগের মোড়ে যাত্রীবাহী বাসে মানুষ হত্যার ঘটনায় বিএনপি নেতাদের নামে রমনা থানায় ৭(১)১৪ নম্বর মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারে মির্জা ফখরুলের নাম থাকলেও এফআইআরে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় ফরিদ মিয়া, শাহিনা আক্তার ও বাবুল নামে তিনজন বাসযাত্রী দগ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহিনা আক্তার মারা যান। অন্যদিকে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ডিআইটি রোডে একটি চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। এতে বাসে আগুন ধরে গেলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে চাপা দেন। ঘটনাস্থলে হাবিবুর রহমান নামে একজন নিহত হন। আগুনে পুড়ে আহত হন বাসের অনেক যাত্রী। এ মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়েছে। এছাড়া গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশের রিক্যুইজিশন করা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস পুড়ে মারা যান। এ মামলাসহ তিনটি মামলায়ই মির্জা আব্বাস আসামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top