সকল মেনু

আফগানিস্তানে বিলাসবহুল হোটেলে হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ২১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে চার বন্দুকধারীসহ সাতজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলের সেরিনা হোটেলে এই ঘটনাটি ঘটেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

হাই সিকিউরিটি জোনের এই  হোটেল থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই রয়েছে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই চারজনের বয়স ১৮ বছরের কম ছিল। তারা হাত বন্দুক নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল এবং এই হোটেলে অতিথি হিসেবে এসেছিল।

মুখপাত্র সিদ্দিকি জানিয়েছেন, চারজন নিজেদের মোজার ভেতরে হাতবন্দুক লুকিয়ে রেখে শৌচাগারে আশ্রয় নিয়েছিল।

পরে হোটেলের রেস্টুরেন্টে বিক্ষিপ্তভাবে গুলিবষর্ণ শুরু করে। সেই মুহুর্তে ওই রেস্টুরেন্টে আফগান ও বিদেশিরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় দু’জন শিশুসহ মোট সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্য থেকে বন্দুকবাজদের এখনো চিহ্নিত করা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top