সকল মেনু

আজ জিতলেই বাংলাদেশ সুপার টেনে

চট্টগ্রাম, ২০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করতে আজ হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুপার টেনে এক পা দিয়েই রেখেছে স্বাগতিকরা। আফগান ও নেপালীদের উড়িয়ে দিয়ে তারা টানা দুই জয় তুলে নিয়েছেন। পরবর্তী রাউন্ডে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যাওয়ার জন্য এ ম্যাচেও বড় ব্যবধানে জয় চায় বাংলাদেশ। তবে হংকংও হুংকার দিয়েছে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস সৃষ্টির। বুধবার বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক এবং হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসন আলাদা দুটি সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানান তাদের কথা।

ওয়ার্মআপ ম্যাচে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মত শক্ত দলকে সহজে হারিয়ে চমক দেখালেও ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টিতে হংকংকে প্রথম দুই ম্যাচেই হার মেনেছে। তবে প্রথমবারের মত হংকং এত বড় টুর্নামেন্টে খেলতে এসে খালি হাতে ফিরতে নারাজ।

ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মানলেও হংকংকে নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ। হংকং সম্পর্কে যতটুকু জানার তা ভিডিও ফুটেজ দেখে জেনে নিয়েছেন বলে জানালেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক। তবে আগের ম্যাচগুলোতে করা ভুল শেষ ম্যাচে শুধরে নেয়ার চেষ্টা থাকবে মুশফিকদের।

বৃষ্টির কারণে প্র্যাকটিসের মাঝখানে মাঠ ছাড়তে হয় মুশফিকদের। আর তাই অবস্থা বিবেচনায় শেষ ম্যাচে শুধু হংকংয়ের ক্রিকেটাররাই নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে প্রতিকূল আবহাওয়াও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top