সকল মেনু

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল শুরু

ঢাকা, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়ার গঙ্গাসাগরে তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকেই চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঘটনার পর আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ঢাকাগামী মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস ট্রেন এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে। ঘটনার এক ঘন্টা পর আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top