সকল মেনু

নেদারল্যান্ডসের মুখোমুখি জিম্বাবুয়ে

ঢাকা, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : কোয়ালিফাইং রাউন্ডে ‘গ্রুপ-এ’ তে বাংলাদেশ একাই আধিপত্য নিয়ে শীর্ষে আছে। কিন্তু জমে উঠেছে টি২০ বিশ্বকাপের ‘বি-গ্রুপের’ লড়াই। আয়ারল্যান্ডের কাছে হেরে যাবার পর আজ জিম্বাবুয়েকে চাপে থেকে মাঠে নামতে হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার জন্য। মূল পর্বে খেলতে হলে আজ জয়ের বিকল্প নেই টেস্ট খেলুড়ে এ দলটির।

অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর ডাচদের সামনে রয়েছে মূল পর্বের খেলার দারুণ সুযোগ।আজ জয় পেলে সুপার টেনের পথটা আরও পরিষ্কার হয়ে উঠবে ডাচদের জন্য।

সোমবার শেষ বলের টান টান উত্তেজনার ম্যাচে শক্তিশালী জিম্বাবুইয়ানদের হারিয়ে টি২০ বিশ্বকাপের এ আসরে শুভ সূচনা করেছিল আইরিশরা। আর ৩ উইকেটের হারে সেরা দশের স্বপ্ন অনেকটাই ধূসর ব্রেন্ডন টেলরদের। বাঁচা-মরার ম্যাচে আজ তাই জয়ের কোনও বিকল্প নেই তাদের।

আজ বুধবার বেলা সাড়ে ৩টায় সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এ দুই দল। একই ভেনুতে পরের ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top