সকল মেনু

সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সিরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা সিরীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার আল-জাজিরা অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সব কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কে একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, যে ব্যক্তিদের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুক্তরাষ্ট্রে কূটনৈতিক কাজে নিয়োগ দিয়েছেন, তাদের মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বলে আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছেছি।

এর ফলে সিরিয়ার সব কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে। সিরিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষের তিন বছর পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এ সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, সিরিয়া সংঘর্ষে এ পর্যন্ত দেশটির এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top