সকল মেনু

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে পোশাক শিল্প মালিকদের উদ্বেগ

ঢাকা, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিদ্যুতের দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটি মনে করে, এর ফলে পোশাক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়বে। শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা আরও হ্রাস পাবে।

রোববার বিকেলে বিজিএমই মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। বিভিন্ন কারনে স্থানীয় পর্যায়ে শিল্পে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ শতাংশ। অপরদিকে, সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্য প্রায় ৮ শতাংশ কমেছে। অথচ ক্রেতারা পণ্যের মূল্য সেইভাবে বৃদ্ধি করছেন না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পরিস্থিতিতে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার স্বার্থে সেচে ব্যবহৃত কৃষি পাম্পের অনূরূপ পোশাক শিল্পে বিদ্যুৎ মূল্য অপরিবর্তিত রাখার বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনার জন্য বিজিএমইএ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সব শ্রেণির গ্রাহকের জন্য বিদ্যুতের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা ১ মার্চ থেকে কার্যকর হচ্ছে। তবে কৃষিসেচে এবং নূন্যতম ৫০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে মূল্য বাড়ানো হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top