সকল মেনু

জাতির চিন্তা চেতনা হওয়া উচিত মানুষের কল্যাণে- সংস্কৃতি মন্ত্রী

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৬ মার্চ: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজনীতির চিন্তা- চেতনা হওয়া উচিত মানুষের কল্যাণে। সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন হচ্ছে অপরাজনীতি। আর অপরাজনীতি যারা করে তাদের বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া উচিত নয়। পশ্চাদপদ নীলফামারী দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল। তাই নীলফামারীতে পশ্চাদপদতা থেকে উত্তরণের জন্য দলমতের উর্ধ্বে থেকে আমাদের সকললে এক হয়ে কাজ করতে হবে। তিনি শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের কমৃকর্তা ও রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে একথাগুলো বলেন। উত্তরাঞ্চলের তথা দেশের রফতানি বাণিজ্যের প্রসারে খুব শিগগিরি নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দরটি চালু করা হবে বলে উলে¬খ করে মন্ত্রী বলেন, আমি নীলফামারীতে ১৯৯৮ সালে যখন নতুন করে রাজনীতি শুরু করি। তখন আমার নির্বাচনী এলাকা নীলফামারী সদর হলেও সৈয়দপুরের সর্বস্তরেরর মানুষের যে ভালবাসা ও সমাদর পেয়েছি তা কোনদিনও ভুলবার নয়। এ জন্য আজীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। সংস্কৃতি মন্ত্রী বলেন, নীলফামারীর উন্নয়নে অগ্রসর হয়েছে। আধুনিক সুযোগ- সুবিধার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও দিন দিন বাড়ছে। মানুষের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে এটাই চির সত্য। মানুষ ক্রমশ: সামনের দিকে অগ্রসর হতে চায়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মুশফিকা ইফফাত। মতবিনিয় সভায় অণ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, নব-নির্বাচিত উপজেলা চেযারম্যান জাওয়াদুল হক সরকার, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গুল¬াল সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার ( এএসপি০ এএনএম সাজেদুর রহমান, বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার প্রমুখ। এর আগে মন্ত্রী আসাদুজ্জামান নূর বিমানযোগে সৈয়দপুরে আসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top