সকল মেনু

সাতক্ষীরায় জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ঢাকা, ১৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জেলা জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। উপজেলা নির্বাচনে ভোট দানে বাধা, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে এই হরতালের ডাক দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

রবিবার সকাল থেকে হরতাল চলাকালে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে উপজেলার কোথাও কোনো জামায়াত নেতাকর্মীদের মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি।

উল্লেখ্য, নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার  শেখ ওয়েহেদুজ্জান ৬১ হাজার ৪৭৫ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম্ব প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পেয়েছেন ৫৩ হাজার ১১৬ ভোট। বিকাল ৫টার দিকে ভোট বর্জন করে এই হরতাল আহ্বান করা হয়। তবে ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top