সকল মেনু

১৬ এপ্রিল থেকে ডিএসই’র লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা চালু

ঢাকা, ১৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : আগামী ১৬ এপ্রিল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার দিনের পরিবর্তে তিন দিনে (টি+২) লেনদেন নিষ্পত্তির বিষয়টির কার্যকারিতা শুরু হবে।

বৃহস্পতিবার কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকের পর ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তথ্যানুযায়ী, গত ২৩ জানুয়ারি ডিএসইর বোর্ডসভায় শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হলেও কাস্টোডিয়ান ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির নির্দেশনায় তা পিছিয়ে যায়।

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার অর্থ আদান-প্রদানে বর্তমানের প্রচলিত পদ্ধতিতে বিলম্বের কারণে টি+২ কার্যকরে এক মাস সময় চায় কাস্টোডিয়ান ব্যাংকগুলো। বৈঠকে নির্ধারিত সময়ের আগেই বিদেশিদের শেয়ার কেনাবেচায় প্রচলিত পদ্ধতিটি একদিন কমিয়ে আনতে পারবে বলে ডিএসইকে আশ্বস্ত করে কাস্টোডিয়ান ব্যাংকগুলো। এতে টি+২ কার্যকর করার জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনলে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের জন্য তিনদিনের পরিবর্তে দুই দিনে নিষ্পত্তি হবে। বর্তমানে শেয়ার কেনার তিনদিন পর তা ক্রেতার বিও হিসাবে আসলে চতুর্থ কার্যদিবসে তা বিক্রি করা যায়। তবে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেনে এ পদ্ধতি কার্যকর হবে না।

উল্লেখ্য, বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি ব্রোকার হাউসকে শেয়ার কেনাবেচার আদেশ দিয়ে থাকে। শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ সম্পন্ন হয় কাস্টোডিয়ান ব্যাংকের মাধ্যমে। সাধারণত দেশের কাস্টোডিয়ান ব্যাংকগুলো টি+৩ তে শেয়ার হাতে পাওয়ার পর ব্রোকারকে অর্থ প্রেরণ করে। তবে শেয়ার কেনার অর্থ আনতে কয়েকটি ধাপ পেরোতে হয়। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার, গ্লোবাল কাস্টোডিয়ান হয়ে স্থানীয় কাস্টোডিয়ান ব্যাংকের মাধ্যমে ব্রোকারেজ হাউসের কাছে অর্থ আসে। অনেক ক্ষেত্রে দেশ-বিদেশের কার্যদিবস ও সময়ের পার্থক্য থাকায় নির্ধারিত সময়ে অর্থ আনতে বিলম্ব হতে পারে। এ সব বিষয় বিবেচনায় এনে স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তি বিধিমালার ১২(বি)তে বিদেশি ক্রেতা-বিক্রেতার ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+৫ নির্ধারণ করা হয়েছে। নতুন পদ্ধতি কার্যকর হলে বিদেশি ক্রেতা-বিক্রেতার ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তির সময়সীমাও একদিন কমে আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top