সকল মেনু

শেষ মূর্হুতে চৌদ্দগ্রামে আওয়ামীলীগের প্রার্থীদের পক্ষে গনজোয়ার

 হটনিউজ ডেস্ক:  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রামে শেষ মূর্হুতে আওয়ামীলীগ প্রার্থীদের পক্ষে গনজোয়ার উঠেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলা  আওয়ামীলীগ মনোনীত তিন প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার প্রচারণায়  নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতোমধ্যে চৌদ্দগ্রামে  ভোটের মাঠে এগিয়ে রয়েছেন বলেও খবর শুনা যাচ্ছে।  জানা যায়, প্রার্থীরাও প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত তাদের নিজ নিজ প্রতিক নিয়ে ভোট চেয়ে বিরামহীনভাবে গণসংযোগ করে যাচ্ছেন। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ রেলমন্ত্রী মুজিবুল হকের মনোনীত তথা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে নেমে প্রচারণায় অংশ নিয়েছে। সব মিলিয়ে চৌদ্দগ্রামের নির্বাচনী মাঠ এখন অনেকটা সরগরম। উৎসব মুখর পরিবেশে প্রতিটি এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং নেতাকর্মী-সমর্থকরা উপজেলা চেয়ারম্যান পদে ‘আনারস’ প্রতীক নিয়ে আব্দুস সোবহান ভূঁঞা হাসান, ভাইস চেয়ারম্যান পদে ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে নরুল ইসলাম হাজারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে “প্রজাপতি” প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।  প্রার্থীরাও এলাকার মুরুব্বী, মা-বোন, যুবক-তরুণদের কাছে গিয়ে দোয়া কামনা ও কুশল বিনিময় করেন। বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাদের প্রচার প্রচানা চালিয়েছেন। এসময় শত শত নেতাকর্মী তাদের পক্ষে ভোট মাঠে নামেন। ভোটারদের নিকট লিপলেট বিলি করে বেশ জোরে শোরে ভোট কামনা করে যাচ্ছেন । গণ সংযোগকালে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ সদস্য এ বি এম এ বাহার, উপজেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সহ কুমিল্লা জেলা আওয়ামীলীগ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ. তাঁতীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ীসংগঠনসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top