সকল মেনু

বিপাকে পুলিশ; ডোমারে লিপা’র লাশ যাবে কবরে না চিতায়

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৩ মার্চ:  নীলফামারীর ডোমারে লিপার লাশ হস্তান্তর বিপাকে পড়েছে পুলিশ। দুইদিন পেরিয়ে গেলেও লাশ হস্তান্তর করতে পারেনি প্রশাসন। লাশ পাওয়ার জন্য দুপক্ষই অনড় থাকায় সিদ্ধান্ত জানতে আদালতের কাছে যেতে হয়েছে প্রশাসনকে। ডোমার থানার অফিসার ইনচার্জ কফিল উদ্দিন জানান, লিপার বাবা ও শ্বশুর দুজনই লাশ চাওয়ায় আমরা বিষয়টি আদালতের কাছে পাঠিয়েছি। আদালত যেটি বলবে আমরা সেটাই করবো। আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লাশ রংপুরের হিমঘরে থাকবে। জানা গেছে, গত সোমবার গভীর রাতে জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া নাটুয়াগঞ্জ গ্রামের অক্ষয় কুমার রায়ের মেয়ে লিপা রানী ( হোসনে আরা) বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই উপজেলার বোড়াগাড়ি গ্রামের জহুরুলের ছেলে হুমায়ুন ফরিদ লাইজুর সাথে লিপার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে দুজনে বিয়ে করে। ফলে ইসলামী শরিয়ত মোতাবেক লিপা রানী রায় হোসনে আরা নাম ধারণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top