সকল মেনু

বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : ইনু

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনারা নিজেদের সম্ভ্রম হারিয়েছেন। তবুও তারা পাকিস্তানি হানাদারদের কাছে মাথা নত করেননি। রাজাকারে নাম লেখাননি। দেশকে ভালোবেসে জীবন বাজি ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এজন্য তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে।’

বৃহস্পতিবার দুপুরে বীরাঙ্গনাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে স্বাধীনতার ৪৩ বছর উদ্‌যাপন উপলক্ষে বীরাঙ্গনাদের এ সংবর্ধনা দেওয়া হলো।

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিবাদের জননী। তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন। জঙ্গিবাদ দমন করতে হলে খালেদাকে আগে দেশ থেকে বিতাড়িত করতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে বন্ধুত্ব করছেন। যত দিন তিনি এসব ছাড়বেন না, তত দিন তার সঙ্গে কোনো আলোচনা নয়।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতেই হবে। যত দিনই লাগুক, তা সম্পন্ন করা হবে। যে-কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেও এজাতীয় অপরাধ করেন, তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। তা না হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন ওই অনুষ্ঠানে। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top