সকল মেনু

কারাকাসে সরকারবিরোধী নতুন সমাবেশের ডাক

আন্তর্জাতিক ডেস্ক, ১২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ভেনিজুয়েলার শিক্ষার্থী ও সরকারবিরোধীরা কারাকাসে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে বুধবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছে। এদিকে দেশটিতে বিক্ষোভকালীন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

পুলিশ মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওপেকের সদস্যভুক্ত তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় জীবন মানের অবনতি ও পুলিশের দমন-পীড়নে বেড়ে যাওয়া জনঅসন্তোষ সরকারবিরোধী বিক্ষোভকে উসকে দিচ্ছে।

দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি এবং অপরাধ ও দুর্নীতি অনেক বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top