সকল মেনু

সন্দ্বীপে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়, আটক ২

প্রতিবেদক,চট্টগ্রাম, ১১ মার্চ :চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সদরের কলেজ গেইট এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় এক পুলিশ কনস্টেবল আহত হন।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে দুর্ধর্ষ সন্ত্রাসী মোশাররফ বাহিনীর সঙ্গে পুলিশের এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফ বাহিনীর সদস্য মামুন ও দিদারকে আটক করতে সক্ষম হয়েছে। তবে সন্ত্রাসী মোশাররফ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ ও তার বাহিনীর সদস্যদের ধরতে পুলিশ দুপুরে কলেজ বাজারে অভিযান চালায়। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাশের গ্রামে আশ্রয় নেয়। পুলিশ তাদের অনুসরণ করে ওই গ্রামে অভিযান শুরু করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষে প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় এক কনস্টেবলের পায়ে স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। তবে আটক মামুন ও দিদার অক্ষত আছেন।

এছাড়া মোশাররফকে ধরতে সন্দ্বীপ থানার ওসি’র নেতৃত্বে পুরো এলাকা ঘিরে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top