সকল মেনু

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী, বি.এন.পির একাধিক

 মদন নেত্রকোণা থেকে নুরুল হক রুনু:  নেত্রকোনা জেলার হওড় অঞ্চল বলে খ্যাত মদন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। গত কাল শুক্রবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা মেতে উঠেছেন মাইকিং করে জনসংযোগের প্রতিযোগীতায়। মোটর সাইকেলের বহর নিয়ে হাজির হচ্ছেন হাওড় অঞ্চলের বিভিন্ন গ্রাম গঞ্জের হাট বাজারে। উপজেলার প্রতিটি গ্রামের লোকজন এখন ব্যস্ত কৃষি কাজে। এরই মধ্যে নির্বচনী আমেজ। মদন উপজেলার জনগন বিগত ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারায় এই নির্বাচনে ভোটারগন মেতে উঠেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। অন্যদিকে উভয় দলের মধ্যে রয়েছে দলীয় কোন্দল। বি.এন.পি-আওয়ামীলীগ উভয় দলের তৃণমূল পর্যায়ে ভোটিংয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারিত হলেও বি.এন.পির রয়েছে বিদ্রোহী প্রার্থী ও আওয়ামীলীগে রয়েছে অভ্যন্তরীন কোন্দল। একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত মদন উপজেলা। উপজেলার নারী পুরুষ মিলে সর্বমোট ৯৭ হাজার  ৬ শত ৭০ জন ভোটার ৪৬টি কেন্দ্রে আগামী ২৩ শে মার্চ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বি.এন.পির তৃণমূল পর্যায়ের সমর্থিত চেয়ারম্যান পদে প্রার্থী উপাজেলা বি.এন.পির সভাপতি আলহাজ্ব হারেছ উদ্দিন ঘোড়া প্রতীক ও বিদ্রাহী প্রার্থী উপজেলা বি.এন.পির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ পেয়েছেন দোয়াত কলম প্রতীক। আওয়ামীলীগের তৃণমূল সমর্থিত একক প্রার্থী সাইদুর রহমান মোটর সাইকেল প্রতীক, মুক্তিযোদ্ধা সমর্থিত সিরাজুল ইসলাম খান বাচ্চু আনারস প্রতীক নিয়ে জনসংযোগ করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থী বি.এন.পির তৃণমূল সমর্থিত জহিরুল ইসলাম বাচ্চু তালা প্রতীক ও বিদ্রোহী প্রার্থী উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ চশমা প্রতীক, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সালমান আহমদ মাইক প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। বি.এন.পির মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোয়ারা হামিদ, প্রজাপতি প্রতীক, নাসরিন আক্তার মুন্নী ফুটবল, স্বপ্না বেগম চৌধুরী হাঁস প্রতীক, তাহমিন আরা বেগম কলস প্রতীক নিয়ে নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন। আওয়ামীলীগের কোন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে চার জন প্রার্থী থাকলেও লড়াই হবে ত্রিমূখী বলে জনসাধারণের ধারণা। মদন উপজেলা একসময়ের আওয়ামীলীগের দূর্গ হিসেবে খ্যাত থাকলেও বি.এন.পির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পূনঃদখল করে বি.এন.পির দূর্গ হিসেবে গড়ে তোলেন। বি.এন.পির অভ্যন্তরীন কোন্দলের কারণে একাধিক  প্রার্থী উপজেলা নির্বাচনে লড়ছেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top