সকল মেনু

চতুর্থ ধাপে লড়বেন ১২৭৭ জন

ঢাকা, ৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম)  : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে এক হাজার ২৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১১ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বৈধ প্রার্থীদের মধ্য থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২০৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদ থেকে ১১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫শ ১২ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬৫টি, ভাইস চেয়ারম্যান পদে ৬১০টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩৭টি।

পরে ২৬ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও আপিল শুনানি এবং প্রত্যাহার শেষে ১২শ ৭৭ জন প্রার্থী চূড়ান্ত হয়।

আগামী ২৩ মার্চ চতুর্থ ধাপে ৪২টি জেলার ৯২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top