সকল মেনু

সমাজতন্ত্র বাদ দিয়ে কৃষির উন্নতি হবে না : তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন সমাজতন্ত্রকে বাদ দিয়ে শুধুমাত্র পুঁজিবাদী সমাজ গঠন করলেই দেশে কৃষির কোনো উন্নতি হবে না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। উন্নয়ন সংস্থা ‘কর্মজীবী নারী’ অনুষ্ঠানটির আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘কৃষির উন্নতি করতে হলে অবশ্যই উৎপাদিত পণ্যের ক্রয়মূল্য নির্ধারণ করে দিতে হবে। মুক্তবাজার অর্থনীতির বিশৃঙ্খলা থেকে কৃষি অর্থনীতিকে তুলে আনতে হবে। সমাজতন্ত্রকে বাদ দিয়ে পুঁজিবাদী সমাজ গঠনে মনোযোগ দিলে এ দেশে কখনো কৃষির কোনো উন্নতি হবে না।

মতবিনিময়ে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন কৃষকও। একজন কৃষক বলেছেন, ‘লাভের আশায় ঋণ নিয়ে, গোয়ালের গরু বিক্রি করে আলু চাষ করেছিলাম। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আমরা আজ অসহায়। আমাদের আপনারা বাঁচান।’

‘জাতীয় জনমূল্য কমিশন’-এর সভাপতি শিরিন আক্তার সভাপতিত্ব করেন মতবিনিময়ে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় জনমূল্য কমিশনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবি, উপদেষ্টা ড. নাজনীন আহমেদসহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top