সকল মেনু

নীলফামারীতে জীবনবীমা গ্রাহকের মরণোত্তর চেক হস্তান্তর

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ০৪ মার্চ:  জীবনবীমা কর্পোরেশন’র বীমা গ্রাহক স্বর্গীয় সনৎকুমার সরকারের মরণোত্তর দাবির চেক হস্তান্তর করা হয়েছে সোমবার। নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্রধান অতিথি থেকে সনৎকুমারের স্ত্রী তপতী রানী রায়ের কাছে ৭৫ হাজার ১২০ টাকার চেক তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে জীবনবীমা কর্পোরেশন নীলফামারীর সেলস ম্যানেজার মোতাহারুল হোসেন, উন্নয়ন ম্যানেজার মো. হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি ও কর্পোরেশন নীলফামারীর উন্নয়ন ম্যানেজার জিয়উির রহমান বক্তব্য রাখেন। প্রসঙ্গত স্বর্গীয় সনৎকুমার জীবনবীমা কর্পোরেশন নীলফামারী অফিস থেকে ২০০৩ সালে পেরশন বীমা গ্রহণ করেন এবং সড়ক দুর্ঘটনায় ২০১৩ সালের ২৪ নভেম্বর মারা যান রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনৎকুমার সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top