সকল মেনু

‘গ্রাভিটি’ মুভির সম্মানে নাসা’র আসল ও দুর্দান্ত ‘গ্রাভিটি’ ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : নাসা নিশ্চতভাবেই জানে, কীভাবে মহাশূন্যের সৌন্দর্য ধারণ করতে হয়। এবার অস্কার পুরষ্কারে মনোনয়নপ্রাপ্ত ‘গ্রাভিটি’ ছবির সম্মানে নাসা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে মহাশূন্যের কিছু ছবি, যা সত্যিই অবাক করার মতো। ছবিগুলোর মাঝে রাতের পৃথিবী, মহাশূন্যে হাঁটা, মুক্তভাবে ভেসে থাকা উল্লেখযোগ্য। আসুন, দেখে নেই নাসা’র এই আসল ‘গ্রাভিটি’ ছবিগুলো।

আন্তর্জাতিক স্পেস স্টেশন:

কাভারের ছবিটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের। এর অবস্থান মহাশূন্যে এবং ভূপৃষ্ঠের পরিপ্রেক্ষিতে উল্টো।

হাবল টেলিস্কোপ:

ছবিটি ২০০৯ সালের ১৩ মে তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে স্পেস শাটল আটলান্টিসের একটি রোবোটিক হাত হাবল টেলিস্কোপকে ধরে আছে। নতুন মিশন শুরুর আগে টেলিস্কোপকে আরো উন্নত করার একটি অংশ এটি।

হাবল টেলিস্কোপে কাজ:

পেলোড কমান্ডার মহাশূন্যচারী স্টিভেন এল স্মিথ হাত দিয়ে পরিচালিত একটি যন্ত্রে দাঁড়িয়ে হাবল টেলিস্কোপে যন্ত্রাংশ মেরামতে ব্যস্ত।

কক্ষপথে স্টেশন ঠিক করা:

কক্ষপথে চলন্ত অবস্থায় ৩৫ ফ্লাইটের ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করতে মহাশূন্যে হাঁটা শেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাম্প নিয়ন্ত্রণ বাক্স পরিবর্তন করছেন।

পুনরায় মেরামত:

১৪ ফ্লাইটের ইঞ্জিনিয়ার মহাশূন্যচারী সুনিটা এল উইলিয়ামস একটি পিস্তল গ্রিপ টুল ব্যবহার করছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন মেরামত করতে।

শাটল আটলান্টিসের সর্বশেষ মিশন:

সর্বশেষ মিশনে মহাশূন্যে শাটল আটলান্টিস।

মহাশূন্য থেকে বার্সেলোনা:

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বার্সেলোনা।

অস্ট্রেলিয়ার পার্শ্ব ছবি:

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে অস্ট্রেলিয়ার পার্শ্ব ছবি।

রাতের মিশর:

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রাতের মিশর।

অ্যাস্ট্রোনট মাইক ফসাম:

নিজের পা-কে স্বয়ংক্রিয় সিস্টেমে সুরক্ষিত রেখে নাসা মহাশূন্যচারী মাইক ফসাম জ্বালানী ভরায় ব্যস্ত।

মুক্তভাবে পড়া:

ব্রুস ম্যাকক্যান্ডলস (দ্বিতীয়)-কে দেখা যাচ্ছে মুক্তভাবে পড়তে দেখা যাচ্ছে। তাঁর আগে এই কান্ড আর কেউ কখনো করেনি।

পৃথিবীর ওপর সূর্য:

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর ওপর সূর্যের অবস্থান দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top