সকল মেনু

নির্বাচনে ব্যায়ের রিটাণিং দাখিল সংক্রান্ত মামলায় আবারো জামিন পেলেন এহসানুল হক মিলন

মাকসুদুল আলম, চাঁদপুর, ৩ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যায়ের রিটার্ণ জমা দেওয়া সংক্রান্ত একটি মামলায় পুনরায় জামিন দিয়েছে চাঁদপুরের একটি আদালত। সোমবার দুপুরে মিলন আদালতে হাজির হয়ে সিনিয়র অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসিম কুমার দে’র কাছে পুনরায় জামিন প্রদানের আবেদন করলে আদালত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। ওই দিনই মামলার চার্জ গঠন করা হবে।
নির্বাচনে ব্যায়ের রিটাণিং দায়েরের বিষয়ে ২০০৯ সালে জেলা নির্বাচন কর্মকর্তা মিলনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে। এতদিন মামলার কার্যক্রম কচুয়া আদালতে চললেও সোমবার তা বিচারের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বদলি হয়ে আসলে মিলন আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top