সকল মেনু

ওসি বাতেন মিয়া’র সাফল্য ও কৃতিত্ব

 ডা: জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম:  কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ এর সহযোগীতায় থানা চত্বরটি এখন এক নান্দনিক রুপ নিয়েছে। এক সময়কার আবর্জনায় ভরপুর নোংরা দুর্গন্ধ বেষ্টিত কুড়িগ্রাম সদর থানা এখন তা পাল্টে গিয়ে পরিস্কার পরিচ্ছন্ন ঝকঝকে এক সুন্দর অপরুপ রুপের সৃষ্টি হয়েছে। এখন সদর থানায় মামলা করতে গিয়ে ফটোকপির জন্য আর দৌড়াতে হয় না। ফটো কপির জন্য নতুন মেশিন থানাতেই রাখা হয়েছে। হাজত খানার ঘরগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। সদর থানার একমাত্র মসজিদটি রং তুলিতে আকা হয়েছে। অফিসার ইনচার্জ এর বাস ভবনের সামনে টাইলস্ দিয়ে এক মনোরম নান্দনিক রুপের সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে কুড়িগ্রাম সদর থানাটি এখন একটি পরিস্কার পরিচ্ছন্ন ও গোছালো। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু এর নির্দেশে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: আঃ বাতেন মিয়ার সহযোগীতায় সদর থানায় কর্মরত এসআই, কনস্ট্রবলসহ উপজেলা সদরে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। চুরি ছিনতাই ও নেশা গ্রস্তরা এখন পুলিশের ভয়ে বেশ সচেতন হয়ে পড়েছে। কুড়িগ্রাম উপজেলা সদরের মানুষ আইনের উপর বেশ শ্রদ্ধাশীল হয়ে পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top