সকল মেনু

কাদামাটির উৎসব

প্রতি বছর গ্রীষ্মে কোরিয়ার বোরিয়ং শহরে ঘটা করে আয়োজন করা হয় অদ্ভুত এ উৎসবটির। ছেলেবেলায় যারা গ্রামে কাটিয়েছেন, তারা কিছুটা হলেও এ উৎসবের আনন্দের মাত্রা অাঁচ করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ‘ইন্টারন্যাশনাল মাড ফাইট’ নামের এ উৎসবটিতে উপস্থিত হন হাজার হাজার পর্যটক। বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষ সারাদিন কাদায় নিজেদের মতো করে গড়াগড়ি খান। ইচ্ছেমতো পরস্পরের গায়ে কাদা ছুড়ে মারেন। কেউ কেউ ফুটবল নিয়ে নেমে যান ‘কাদার সমুদ্রে’। সারা গায়ে কাদা মেখে কেউ হয়ে যান কুস্তিগির!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top