সকল মেনু

বাহরাইনে আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাহরাইনের একটি বাড়িতে আগুন লেগে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী মানামার মাখারকা এলাকার তিনতলা ভবনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের নাম জানাতে পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরা হলেন মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টার পর ওই ভবনে আগুন লাগে।  তিন বাংলাদেশির মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। অগ্নিনিরাপত্তা-ব্যবস্থার ত্রুটির কারণে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে ২০১৩ সালে মানামার ওই এলাকার একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। ২০১২ সালে অন্য একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিলেন ১০ বাংলাদেশি শ্রমিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top