সকল মেনু

গুলিতে কৃষক আহত, বিএসএফের সত্যতা স্বীকার

এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার:  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফ গুলি করে এক কৃষককে আহত করেছে। গুরুতরভাবে আহত জয়নালকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে বিজিবি সদস্যরা প্রতিবাদ করে জুরুরী পতাকা বৈঠক করলে বিএসএফ গুলি করে আহত করার কথা স্বীকার করেছে। ২৮ ফেব্রুযারী শুক্রবার দুপুরে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ১৮৫৯ নং সীমান্ত খুটি এলাকায় এ ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেল ৩টায় সরেজমিন হরিপুর গ্রামে গেলে গ্রামবাসী মাসুদ আলী, আঞ্জব আলী ও সম উল্যা বলেন, সকালে কৃষক রাখাল ছেলেরা সীমান্ত এলাকায় গরু রাখছিল। বেলা সাড়ে ১১টার দিকে একদল বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এলাকায় প্রবেশ করে রাখাল ছেলেদের ধাওয়া করে। এ ঘটনার প্রতিবাদ করলে বিএসএফ সদস্য গুলি ছোড়লে জয়নাল মিয়া(২১) নামের এক কৃষক গুরুতরভাবে আহত হয়। গুলিবিদ্ধ জয়নালকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।  এ ঘটনায় চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান ঘটনার প্রতিবাদ করে জরুরী পতাকা বৈঠকের আয়োজন করেন।বেলা ৩ টা থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত চাতলাপুর চেকপোষ্ট সংলগ্ন ১৮৬৩ নং সীমান্ত খুটির ভারতীয় অংশে কোম্পানী কমান্ডার পর্যায়ে জরুরী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান গুলি ও পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন  বিএসএফ সদস্যরা গুলি করে বাংলাদেশী কৃষককে আহত করার কথা স্বীকার করেছে। ১৪ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যার পূর্বে অথবা শনিবার বিজিবি ও বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তাছাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশীদের নিয়ম মেনে সতর্কভাবে চলাচলের বিষয়ে আলোচনা করতে শনিবার সকাল ১০ টায় শরীফপুর বিজিবি ক্যাম্পে সর্ব সাধারনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। নিহত দুই কৃষকের কথা জানতে চাইলে ১৪ বিজিবি ব্যাটালিয়ানের দায়িত্বশীলরা ঘটনাটি গুজব বলে পাশ কাটিয়ে যান। উল্লেখ্য, ইতিপূর্বে একই সীমান্ত এলাকায় ভারতীয় সন্ত্রাসী কর্তৃক গরু চড়াতে যায় মাজিদ ও নজর আলী নিরীহ দুই কৃষকে নির্যাতন ও হত্যা পর লাশ ফেরৎ না দিয়ে মাটি ছাপা দিয়ে দিলে আজও দুই কৃষকের লাশ ফেরৎ আনতে পারেনি বিজিবি এমন অভিযোগ করেন আহত জয়নালের মা মনিজা বেগম। তিনি আরো বলেন, তার ছেলেকেও ধরে নিয়ে যেতে ছেয়ে ছিল ভারতীয় সন্ত্রাসী ও বিএসএফ সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top