সকল মেনু

কৃষিঋণের সুদের হার কমছে না

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : কৃষিঋণের সুদের হার চলতি অর্থবছরে কমছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার সংসদে একথা বলেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে কৃষিঋণের সুদের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে রয়েছে। এই হার অন্যান্য খাতের সুদের  হার থেকে কম। ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ও ভুট্টা চাষে এবং উপকূলীয় অঞ্চলে লবন চাষীদেরকে সরকার প্রদত্ত ৪ শতাংশ রেয়াতী সুদ হারে ঋণ প্রদান করা হচ্ছে।

এছাড়া পাবর্ত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভুক্ত কৃষকদের মাঝে ৫ শতাংশ হারে কৃষি ও পল্লীঋণ বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top