সকল মেনু

নোয়াখালী সদরসহ ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : নোয়াখালী সদরের সব এবং অন্য জেলার আরো ২১টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অন্য ২১টি কেন্দ্রের মধ্যে সিরাজগঞ্জের তারাশ উপজেলার একটি, বরিশাল সদরের ১১টি, চাঁদপুরের ফরিদগঞ্জের আটটি এবং ফেনী সদরের একটি রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানকার পরিস্থিতি বিবেচনা করে রিটার্নিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করেছেন।’ সহিংসতার পরও আপনারা বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে- সাংবাদিকদের এ কথার জবাবে তিনি বলেন, ‘আমি সকাল থেকেই গণমাধ্যমে সংবাদ দেখছি। সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।’ গণমাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি বিশৃঙ্খলাও দেখা গেছে, তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘একটি কেন্দ্রের সব দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার, তিনি চাইলে ভোট গ্রহণ স্থগিত করতে পারেন। তবে এমন ঘটনা হয়তো ঘটেনি।’ ‘অনেক স্থানে রিটার্নিং কর্মকর্তারা চাকরি হারানোর ভয়ে অভিযোগ জানাচ্ছেন না’- সাংবাদিকদের এমন মন্তব্যে তিনি বলেন, ‘তারা যেহেতু একটি কেন্দ্রের সর্বেসর্বা। তাই তাদের অভিযোগ ছাড়া তো ব্যবস্থা নিতে পারি না।’ মৌখিক অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ এলেই ব্যবস্থা নয়, যাছাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব জেসমিন টুলী, উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ এবং জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান আরজু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top