মাগুরা, ২৭ ফেব্রুয়ারি : মাগুরার শালিখা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে পুলিশের অস্ত্র চুরি হয়েছে। এ ঘটনায় তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শতখালি ইউনিয়নের গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের একটি এসএমজি চুরি হয়। পরে বিষয়টি পুলিশ সদস্যদের নজরে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ভোররাতে দুর্বৃত্তরা ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের একটি এসএমজি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্ত্র চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।