সকল মেনু

হাইমচর উপজেলা নির্বাচন স্থগিত

চাঁদপুর, ২৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচন স্থগিত করেছেন জেলা রিটার্নিং। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বুধবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার চাঁদপুরের ৫টি উপজেলার মধ্যে এ উপজেলাতেও ভোট হওয়ার কথা ছিলো।

এর আগে চাঁদপুরের হাইমচর উপজেলার সাথে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সীমানা নিয়ে বিরোধ আছে বলে হাইমচরের নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকার মো. রায়হান খান নামে একজন ভোটার ২৭ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক মো. মির্জা হোসেন হায়দার ও মো. খোরশেদ আলম সরকারের সমন্বয় বেঞ্চ ৪ মাসের জন্যে হাইমচর উপজেলার নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। এ নির্দেশের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে নির্বাচন কমিশন। বুধবার আপিলের শুনানি শেষে আগামী ৬ মার্চ পরবর্তী শুনানি দিন ধার্য করেন চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী।

আপিলের নিষ্পত্তি না হওয়ায় ২৭ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে জানান রিটার্নিং অফিসার নূরুল্লা নূরী।

জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান বলেন, ভোটকেন্দ্র সাজানোসহ ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তাদের সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে হাইমচর উপজেলার নির্বাচন স্থগিত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ওই এলাকার নির্বাচন কার্যক্রমে অনেকটা স্থবিরতা দেখা দেয়। প্রার্থী ও ভোটারদের মাঝে হতাশা লক্ষ্য করা গেছে।

এ উপজেলায় ৬৯ হাজার ৭৮০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫ হাজার ৪১৯ জন, মহিলা ৩৪ হাজার ৬২ জন, কেন্দ্র ৩১টি, ইউনিয়ন ৬টি, মোট প্রার্থী ১১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top