সকল মেনু

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহমুদ আলী ও নজরুল

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে যোগ দিলেন আরও দুজন। মন্ত্রীসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন এ এইচ মাহমুদ আলী এবং কর্নেল (অব.) নজরুল ইসলাম।

বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত এ এইচ মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরসিংদী সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য কর্নেল (অব.) নজরুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ১২ জানুয়ারি বর্তমান সরকারে শপথ নেন ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। প্রায় দেড় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারিত হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top