সকল মেনু

নড়াইলে আটদিনব্যাপি সুলতান মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি:  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আটদিনব্যাপি ‘সুলতান মেলা’র উদ্বোধন করা হয়েছে।  বিকেল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মনির হোসেন, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ।আটদিনব্যাপি মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে-শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, কুস্তি, কাবাডি, ঘোড়ার গাড়ির দৌড়, ভলিবল, হ্যান্ডবল, দাড়িয়াবান্দা ও বৌচি প্রতিযোগিতা, নাটক, বাউল গান, জারিগান, কবিগান এবং গান ও নৃত্যানুষ্ঠান। এছাড়া প্রতিদিন সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা। নড়াইলের ৪৫টি সাংস্কৃতিক সংগঠনসহ কুষ্টিয়ার লালন একাডেমী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ইতোমধ্যে অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় গ্রামীণ ফোনের পাশাপাশি ওয়ালটন ও মাই ওয়ান টেলিভিশন পৃষ্ঠপোষকতা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top