সকল মেনু

দ্বীপজেলা ভোলায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

এম. শরীফ হোসাইন, ভোলা: দ্বীপজেলা ভোলায় এক দিনের সফর করে গেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাস্ট্রের রাস্ট্রদুত ড্যান ডাব্লিউ মজিনা। এ সময় তার সফর সঙ্গি ছিলেন ইউএসএআইডি পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি। সোমবার সকালে তিনি ভোলার বোরহানউদ্দিনের খেয়াঘাটে সি প্লেন যোগে অবতরণ করেন। পরে তিনি মার্কিন সংস্থা ইউএসএআইডি প্রকল্প পরিদর্শন করে চরফ্যাশন যান। সেখানেও তিনি এক-ই প্রকল্প পরিদর্শন করেন। এরপর তিনি দুপুর আড়াইটার দিকে ভোলার জেলা প্রশাসকের কক্ষে এক মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো: সেলিম রেজা ও পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান। ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা জানান, মার্কিন রাস্ট্রদুত ভোলার প্রকৃতিক সৌন্দয্য মুগ্ধ হয়েছে। তিনি বলেন, জেলার নদী ভাঙ্গন, পর্যটন, ফিশারিজ, প্রকৃতিক দুর্যোগ, শিক্ষসহ বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করা হয়। মজিনা সন্তুস্টি প্রকাশ করে ভোলার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এদিকে, ডেন মজিনার আগমনকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন প্রশাসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top