সকল মেনু

ধারাবাহিকতা ধরে রাখতে চায় শ্রীলঙ্কা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ২৪ জানুয়ারি বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলেছে তারা। জিতে নিয়েছে তিনটি সিরিজই। সব মিলিয়ে ফর্মের তুঙ্গে রয়েছে লঙ্কানরা।এই ফর্ম নিয়েই এশিয়া কাপে খেলতে নামবে তারা। সোমবার সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে অ্যাঞ্জোলো ম্যাথুস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান বাংলাদেশের সঙ্গে তারা যে পারফরম্যান্স করেছেন সেটা ধরে রাখতে চান। আরো ভালো ক্রিকেট খেলতে চান।

ম্যাথুস বলেন, ‘আমরা বাংলাদেশে গেল একমাস ধরে অবস্থান করছি। এখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে সিরিজ জিতেছি। এটা আমাদের কিছুটা সুবিধা দেবে এশিয়া কাপে। আমরা আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আরো ভালো ক্রিকেট খেলতে চাই।’

ভারত এবং পাকিস্তানের বিষয়ে তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এর আগে আমরা অনেক সিরিজ খেলেছি। তারা খুব কম ভুল করে। তাই তাদের বিপক্ষে বেশ লড়াই করতে হবে। চোখ-কান খোলা রেখে খেলতে হবে।’

এশিয়া কাপে শীলঙ্কার প্রথম ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। সে বিষয়ে ম্যাথুস বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল পাব।’

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে করে তারা নিজেদেরকে এশিয়া কাপের শিরোপার দাবিদার বলে মনে করছে কিনা জানতে চাইলে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, ‘তেমন কিছু মনে করছি না। কারণ যত ভালোই খেলি না কেন সব সময়ই কিছু না কিছু উন্নতি করার সুযোগ থাকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো খেলার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top