সকল মেনু

সীমান্তে রেড অ্যালার্ট

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ত্রিশালে জেএমবির হামলার ঘটনার পরপরই সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সব সীমান্ত এলাকা সিলগালা করে দেওয়া হয়েছে। যাতে ছিনতাই হওয়া জেএমবি সদস্যরা দেশ ছেড়ে পালাতে না পারেন। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে বিএসএফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সব কারাগারের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বন্দীদের আনা-নেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই এবং ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top