সকল মেনু

কালো চামড়ায় নেই ক্যানসারের ভয়

স্বাস্থ্য প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : কালো চামড়ায় ক্যানসারের ঝুঁকি অনেকটাই কম৷ সম্প্রতি এমনই তথ্য জানালেন লন্ডনের এক প্রবাসী ভারতীয় চিকিৎসক৷ লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষা ডা. সঙ্গীতা পি পাঞ্জাবী অ্যপ্রিকনের একটি সমালোচনায় ত্বকের অ্যালার্জী সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক ধারণা সম্পর্কে তর্ক করেন৷ তিনি জানান, বেশিরভাগ মানুষই মনে করেন ত্বকের অ্যালার্জির কারণ খাদ্যাভ্যাস৷ তারা তাদের ডায়েটের পরিবর্তন করেন৷ কিন্তু এর ফলে অনেকেই প্রয়োজনীয় খাদ্যগুলি এড়িয়ে চলেন৷

ভারতীয় ও ইউরোপীয়দের ত্বকের ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনায় তিনি জানান, ভারতীয়দের গায়ের রঙ তুলনামূলক বাদামী হয় এবং এটি তাদের ত্বকের ক্যানসারের হাত থেকে রক্ষা করে৷

তিনি জানান, মিলানিন হলো বাদামী চামড়ার একটি নির্দেশক ছাপ, এটি অতিবেগুনি রশ্মির কারসিনোজিন থেকে চামড়াকে রক্ষা করে৷

ভারতের ত্বক ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ থেকে ১০ শতাংশের নিচে৷ তাই ভারতীয়দের একেবারেই ত্বক উজ্জ্বকারী ক্রিম ব্যবহার করা উচিত নয়৷ বিশেষত ভারতে যেহেতু আবহাওয়ার পরিবর্তুন হয় তাই এটি ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে৷

তিনি জানান ত্বকের সমস্যার জন্য খাবারের প্রভাব একেবারে নেই বললেই চলে৷ এই বিষয়ে মূল সমস্যাগুলি হলো, শারীরিক সমস্যা, রোগপ্রতিরোধ গত সমস্যা এঅবং বংশগত সমস্যা৷ তিনি এ বিষয়ে সতর্ক করে জানান, ত্বককে বিশ্লেষণ করে তার পর কসমেটিকস ব্যবহার করুন৷ ব্লিচ অনেকই করে থাকেন এটি যুক্তরাজ্যে ব্যান করে দেওয়া হয়েছে, ব্লিচ কিন্তু অনেকক্ষেত্রেই ক্যানসারকে আমন্ত্রণ করে আনতে পারে৷

তবে বাদামী চামড়ার একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া হলো এটি সূর্যালোকের ভিটামিন ডি-র অনুকুল ব্যবহার নিশ্চিত করতে পারে না এবং অন্যান্য শারীরিক সমস্যা বৃদ্ধি করে৷- ওয়েবসাইট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top