সকল মেনু

শর্টফিল্ম “জীবনঢুলী যশোরবাসিকে নাড়াদিলো

 রিপন হোসেন, যশোর থেকে: মুক্তিযুদ্ধ ভিত্তিক শর্টফিল্ম “ জীবনঢুলি” যশোরের তরুন সমাজকে নাড়াদিলো। তানভীর মোকাম্মলে পরচিালতি মুক্তযিুদ্ধভত্তিকি চলচ্চত্রি ‘‘জীবনঢুলী’’ চলচিত্রটি সরকারের অনুদান প্রাপ্ত একটি ছবি । জেলা শিল্পকলা একাডেমি ও যশোর ফিল্ম সোসাইটি যৌথ ভাবে এই চলচিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করে। শিল্পকলা একাডেমিতে  সন্ধ্যা থেকে ছবিটির ৩ দিন ব্যাপী প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর শুরু থেকেই যশোরের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রছাত্রীরা উপচে পড়ে প্রদর্শনী স্থলে। পরিচালক তানভীর মোকাম্মেল জানান,চুকনগরের পাক হানাদার বাহিনীর গণহত্যার ওপর ভিত্তি করেই এই চলচিত্রটি নির্মিত। তাই তরুন সমাজ এই ছবিটি দেখলে পাকবাহিনীর পৈশাচিকতা কিরুপ ছিল তার কিছুটা বুঝতে পারবে। যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এই প্রদর্শনীর উদ্বোধন করেন। আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে এবং শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচিত্রটি প্রদর্শিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top