সকল মেনু

শৃঙ্খলমুক্ত রাজনীতি করতে পারিনি

রংপুর, ২০ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : আমি কখনো শৃঙ্খলমুক্ত রাজনীতি করতে পারিনি বলেছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। 

তিনি আরো বলেন, ‘অনেকে সমালোচনা করে বলেন, আমি নাকি সকালে একটা কথা বলি বিকেলে একটা কথা বলি। আমি কিন্তু শৃঙ্খলমুক্ত রাজনীতি করি নাই। সাহস করে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম।’ 

বৃহস্পতিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। 
নির্বাচন নিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘কিভাবে নির্বাচন হয়েছে তা সবাই জানেন। ওই প্রশ্নের উত্তর দিতে চাই না।’ 

উপজেলা নির্বাচন নিয়ে এরশাদ বলেন, ‘উপজেলা নির্বাচনে এর আগে আমি ২০টি আসন পেয়েছি। এবার আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল। আমার স্ত্রী হয়েছে বিরোধী দলীয় নেতা। আমিও এমপি হয়েছি। আমি বিরোধী দলীয় নেতা হইনি। তিনি ৩০ জন এমপি নিয়ে চলে গেছেন। তারা সংসদে আছে।’ 

জাতীয় নির্বাচন নিয়ে এরশাদ বলেন, ‘আজ হোক কাল হোক, ২ বছর হোক চার বছর হোক দেশে নির্বাচন হবে। নির্বাচনে শক্তি নিয়ে আবার এ আসন উদ্ধার করবো।’

তিনি বলেন, আমি আসছি রংপুরবাসীর দোয়া নিতে। এ সময় রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top