সকল মেনু

পাকিস্তানে ১২ বিদেশি মহিলা আটক

আন্তর্জাতিক ডেস্ক , ২০ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ১২ বিদেশি মহিলাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে পাকিস্তানে অবস্থান ও অনৈতিক কাজের অভিযোগে এদের আটক করা হয়।

বিমানবন্দর পুলিশ জানায়, ইমিগ্রেশন সেন্টার এড়িয়ে পালিয়ে যাবার সময় দু’জন উজবেক নারীকে চ্যালেঞ্জ করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ সময় বিমানবন্দরের চার স্থানে অভিযান চালিয়ে আরো ১২ বিদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপরও তারা পাকিস্তানে অবস্থান করছিলেন।

পাকিস্তানের ফেডারেল গোয়েন্দা সংস্থার (এফআইএ) ডেপুটি পরিচালক নাসরুল্লাহ গন্ডল বলেন, গ্রেফতারকৃতরা মধ্য এশিয়ার দেশ থেকে এসে এখানে অনৈতিক কাজের সঙ্গে  জড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top