সকল মেনু

আল কোরআনের আলো

সূরা নিসা

মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪

৯২. আর ঐ লোকদের উপরও নয়, যখন তারা তোমার নিকট এই উদ্দেশ্যে আসে যে, তুমি তাদেরকে বাহন দান করবে, আর তুমি বলে দিয়েছÑ ‘আমার নিকট তো কোন বাহন নেই যার উপর আমি তোমাদেরকে উপবিষ্ট করাই,‘ তখন তারা এমন অবস্থায় ফিরে যায় যে, তাদের চক্ষুসমূহ হতে অশ্র“ বইতে থাকে এ দুঃখে যে, তারা এমন কোন জিনিস পাচ্ছে না যা ব্যয় করবে।

 

আল হাদিস

রাইয়্যান হতে আহ্বান: কোথায় রোযাদারগণ?
সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম ‘রাইয়্যান’। কেয়ামতের দিন ঐ দ্বার দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া তাদের সাথে আর কেউই ঐ দ্বার দিয়ে প্রবেশ করবে না। বলা হবে: ‘কোথায় রোযাদারগণ?’ সুতরাং তারা ঐ দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সে দ্বার রুদ্ধ করা হবে। ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।”
[বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২, নাসাঈ, তিরমিযী]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top