সকল মেনু

জাপানে ভয়াবহ তুষারপাতে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক , ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : জাপানে ভয়াবহ  তুষার ঝড়ে ১৯ জন নিহত এবং আরো ১৬শ’ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এছাড়া ঝড়ের ফলে দেশটিতে পরিবহন সঙ্কট দেখা দিয়েছে । 

সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক  আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। 
 
জাপানের ইওমিউরি শিমবুন গণমাধ্যম জানায়,  চলতি সপ্তাহে দেশটিতে রেকর্ড পরিমাণ তুষারঝড়ের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। ঝড়টি এ্‌খন উত্তরাঞ্চলীয় হোকাইডো দ্বীপে আঘাত হেনেছে। বরফ পড়ে রাস্তাঘাট এবং রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে প্রায় সাত হাজার লোক আটকা পড়েছে।

সরকারি বার্তা সংস্থা এনএইচকে এবং ইওমিউরি আরো বলছে, ঝড়ে  টোকিওর উত্তরাঞ্চলীয় ইয়ামানাশি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার দোকানগুলোতে এখন দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জনগণকে সহায়তা দিতে  সরকারি টিম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top