সকল মেনু

নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাত থেকে বন্ধ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  আগামী ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাতে থেকে সংশ্লিষ্ট ৯৭ উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে।

সোমবার নির্বাচন কমিশন সচিবলয় সূত্র রাইজিংবিডিকে এ তথ্য জানান ।

কমিশন সূত্র জানায়, সংশ্লিষ্ট এসব এলাকায় মিছিল-মিটিংসহ সব ধরণের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হবে।

তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী আজকে মধ্যরাতের পূর্বে তাদের নির্বাচনী প্রচারকাজ শেষ করতে হবে।

আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থীই যাতে নির্বাচনী আইন লঙ্ঘন না করে সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষনিক শাস্তির জন্য মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে ।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top