সকল মেনু

নীলফামারী জেলায় ৭৩৪ জনের প্রাথমিক বৃত্তি লাভ

মো. আমিররুজ্জামান, নীলফামারী, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :পঞ্চম শ্রেণির বৃত্তিতে নীলফামারী জেলায় ৭৩৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২৩ জন এবং সাধারণ গ্রেডে ৪২০ শিক্ষার্থী রয়েছে। বরবরের মতো এবারো জেলার শীর্ষে রয়েছে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯ জন এবং সাধারণ গ্রেডে ৩ জন বৃত্তি লাভ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মানিক ভূষণ চক্রবর্তী জানান, ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৭ জনের মধ্যে ১১৪ জন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া ২০১২ সালে প্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছিল বলে জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ৭৪৩ জনের মধ্যে কিশোরীগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৪২ জন ও সাধারণ গ্রেডে ৩৮ জন, জলঢাকা উপজেলায় ট্যালেন্টপুলে ৬২ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন, ডিমলা উপজেলায় ট্যালেন্টপুলে ৬০ জন ও সাধারণ গ্রেডে ৪২ জন, ডোমার উপজেলায় ট্যালেন্টপুলে ৪৯ জন ও সাধারণ গ্রেডে ৭৮ জন, নীলফামারী সদর উপজেলায় ট্যালেন্টপুলে ৭৩ জন ও সাধারণ গ্রেডে ৯৮ জন এবং সৈয়দপুর উপজেলায় ট্যালেন্টপুলে ৩৭ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন বৃত্তি পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, ২০১২ সালে ৭৩৪ জন বৃত্তি পেয়েছিল এর মধ্যে ট্যালেন্টপুলে ৩০৮ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ জন শিক্ষার্থী ছিল। এবারে গতবারের চেয়ে ৯ জন বেশি বৃত্তির আওতায় এসেছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top