সকল মেনু

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করুন: ওবামাকে ম্যাককেইন

আন্তর্জাতিক ডেস্ক , ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : মার্কিন সিনেটর জন ম্যাককেইন সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার সরকারকে উৎখাত করতে সামরিক অভিযানের বিকল্প নেই।

শনিবার এক বিবৃতিতে ম্যাককেইন বলেছেন, জেনেভা আলোচনায় সাফল্য পেতে চাইলে যুদ্ধের মাঠে শক্তির ভারসাম্য তৈরি করতে হবে। তবে ইরাকের মতো ব্যাপকভিত্তিক হামলা চালানোর বিরোধিতা করে তিনি বলেন, সহিংসতাকে উস্কে দেয়াসহ বিভিন্ন ছোট ছোট সামরিক পদক্ষেপ নিয়ে বাশার আসাদ সরকারকে এতখানি দুর্বল করে ফেলতে হবে যাতে আলোচনার টেবিলে উচ্চতর অবস্থানে থেকে কথা বলতে না পারে।

সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর মার্কিন সিনেটর ম্যাককেইন এ আহ্বান জানালেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top