সকল মেনু

১২কোটি টাকা ব্যয়ে ভাসমান মাছের খাবার কারখানা স্থাপন

এসএস মিঠু , জয়পুরহাট :  জয়পুরহাটের শহরতলীর বুলুপাড়া-হাতিল এলাকায় বেসরকারি উদ্দ্যোগে ইসলাম ব্যাংকের অর্থায়নে ১২কোটি অর্থ ব্যয়ে সাড়ে ৩বিঘা জমির ওপর স্থাপিত হয়েছে- ‘ভাসমান মাছের খাবার কারখানা’। এ কারখানা স্থাপনের ফলে দুই শতাধিক লোকের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্ষণমুখর বিকালে শহরের থানা সংলগ্ন মোল্লা বাড়ির বিশাল গোডাইনে আয়োজিত মন্ডল এগ্রো ইন্ড্রাষ্ট্রিজের ‘পদ্মা ফিডস্ অ্যান্ড চিকস’র বার্ষিক ডিলার সম্মেলন এবং ‘ভাসমান মাছের খাবার কারখানা’র আনুষ্ঠানিক ভাবে এ কারখানার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। জয়পুরহাটের মন্ডল এগ্রো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন,পুলিশ সুপার হামিদুল আলম,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী ,জয়পুরহাট পৌরসভার মেয়র আ্ব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোজাহার আলী প্রধান ।বক্তারা এ ধরনের স্থানীয় উদ্দ্যোগ কে সাধুবাদ জানান।পরে ‘ভাসমান মাছের খাবার কারখানা’র ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক আনু অতিথিদের কারখানটি ঘুরে ঘুরে দেখান ।তিনি জানান এ মাছের খাবার কারখানায় দুই শতাধিক লোকের কর্মস্থানের সুযোগ পেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top