সকল মেনু

কুড়িগ্রামে ৮ হাজার ভোটার ভোটদান থেকে বিরত থাকার ঘোষনা দিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম,  ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৮ হাজার ভোটার ১৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার ঘোষনা দিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। পুরাতন ২টি ভোট কেন্দ্র পরিবর্তন করে ৪ কিলোমিটার দূরে ভোট কেন্দ্র স্থাপন করায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী বড়ভিটা বাজারে শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এ সময় এক সমাবেশে বক্তব্য রাখেন বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, ব্যাবসায়ী খয়বর আলী, আব্দুর রহমান মেম্বার, নাজিনা বেগম, শিক্ষক মোতালেব হোসেন, বড়ভিটা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন।
বক্তারা বলেন, অবিলম্বে পুর্বের ভোট কেন্দ্রেই ভোট কেন্দ্র ২টি প্রতিস্থাপন করা না হলে প্রায় ৮ হাজার ভোটার ১৯ ফেব্রুয়ারির ৪র্থ উপজেলা নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকবে। সেই সাথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top